এমবিবিএস বাংলাদেশ, খরচ,সময় , বিষয়

 MBBS


অনেকেই জিজ্ঞাসা করে এমবিবিএস কোন সাবজেক্ট,কোন বিষয়ে বিশেষজ্ঞ হচ্ছি,কত দিন পড়া,কি কি পড়া লাগে ইত্যাদি। সেগুলা নিয়ে কিছু কথা বলি।

এমবিবিএস এ কখন ভর্তি হয়?

HSC pass করার পর,সাইন্স থেকে অবশ্যই , এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য সময় মত ফরম পূরণ করতে হয়।এরপর নির্দিষ্ট দিনে সারাদেশে একই প্রশ্নে একই সাথে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মার্ক অনুযায়ী মেডিক্যাল কলেজের সিরিয়াল আসে।অর্থাৎ যার মার্ক বেশি সে উপরের দিকে সিরিয়াল এর মেডিক্যাল এ।এই সিরিয়াল কোন মেডিক্যাল আগে বা পরে এগুলা website e দেওয়া আছে।

2 বার পরীক্ষা দিতে পারে মোট।যে বছর এসএসসি পাস করে সেখান থেকে দ্বিতীয় ও তৃতীয় বছর।


এমবিবিএস কোর্সে কত সময় লাগে?

5 বছরের কোর্স, শেষ বছরের শেষ দিকে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।রেজাল্ট দিতে আরো 3 - 4 মাস লাগে। মোট সময় লাগে 5 বছর 3 মাস প্রায়। এরপর 1 বছর ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ শেষ হলে BMDC কর্তৃক দেশে প্রাক্টিস করতে রেজিস্ট্রেসন নম্বর দেওয়া হয়।তখন সে রেজিস্ট্রার্ড ডক্টর।


কি কি সাবজেক্ট পড়তে হয়? 

এখানে যতগুলো বড় পরীক্ষা হয় সেগুলা প্রফেশনাল এক্সাম,প্রফ বা পেশাগত পরীক্ষা বলে। বর্তমানে মোট 4 টা পেশাগত পরীক্ষা হয়। প্রতিটি পরীক্ষার আগে ছোট ছোট কিছু পরীক্ষা হয় যেগুলোকে আইটেম বলে,কিছু আইটেম মিলে হয় কার্ড,কিছু কার্ড মিলে টার্ম,কিছু টার্ম মিলে একেকটা প্রফ।

1st প্রফ বিষয়::

Anatomy- শরীরের বিভিন্ন অংশের যেমন হাড়, পেশী, ব্রেইন ইত্যাদি সব গুলোর গঠন

Physiology- শরীরের বিভিন্ন অংশের কাজ 

Biochemistry- মানব শরীরের রসায়ন 

দ্বিতীয় প্রফ::

Community medicine- বিভিন্ন রোগ প্রতিরোধ জ্ঞান, কিভাবে গবেষণা করে ইত্যাদি

Forensic medicine- post mortem, পেশাগত নিয়ম,বাধ্যবাধকতা ইত্যাদি

3rd প্রফ:

Microbiology- bacteria, virus, fungus এর বিভিন্ন রোগ তৈরি 

Pathology- রোগ কিভাবে তৈরি হয়,কোন রোগ কিভাবে কাজ করে

Pharmacology- বিভিন্ন ওষুধের কাজ, সাইড ইফেক্ট

ফাইনাল প্রফ: 

মেডিসিন - 

সার্জারি 

গাইনিকোলজি ও অবস্টেট্রাইক্স


প্রতিটি প্রফ পরীক্ষা লিখিত,ভাইভা, প্রাকটিক্যাল 3 ভাগে বিভক্ত। প্রতিটাতে আলাদা আলাদা ভাবে পাস করতে হয়।কোন একটায় ফেল করলে 6 মাস পরে আবার ওই সাবজেক্ট পরীক্ষা দিতে হয়।


প্রত্যেকটা সাবজেক্ট এর মধ্যে অনেক ভাগ রয়েছে।শুধু সংক্ষেপে বুঝাতে লিখলাম। সবাইকে 5 বছরে এগুলো পড়তে হয়। অর্থাৎ এমবিবিএস লেভেল এ সবার একই পড়া,একই পরীক্ষা।এখানে কোন বিশেষজ্ঞ বা কোন বিশেষ সাবজেক্ট নিয়ে পড়ে না। ইন্টার্নশিপ শেষ হবার পরে MD,MS,FCPS ইত্যাদি ডিগ্রি এর জন্য আলাদা পরীক্ষা দিতে হয়।তখন নিজেদের পছন্দ অনুযায়ী সাবজেক্ট বাছাই করে পড়েন। এগুলো আবার 5 বছরের কোর্স। এমবিবিএস পাস করার পর সরকারি চাকরি করতে হলে বিসিএস পরীক্ষা দিতে হয়, অন্যান্য বিসিএস ক্যাডার এর মতই। আর ডক্টর হলেই সরকার চাকরি দিয়ে দে এরকম কোন কথা নাই।

খরচ কেমন পড়ায়?

আমার সময়ে ভর্তি হতে 10 হাজার টাকা ছিল। বই কিনতে 7- 8 হাজার টাকা প্রথম প্রফ, কঙ্কাল কিনতে 25 হাজার( কয়েকজন মিলে কিনলে কম পরে, পরে এই দামেই বিক্রি করে দেওয়া যায়), হলে থাকা প্রায় ফ্রী ছিল, খাবারের খরচ হোস্টেল বা বাইরে বিভিন্ন দাম, 1st প্রফ পরীক্ষা ফি 10 হাজারের মত ছিল। আমাদের সময় 3টা প্রফ ছিল , 3টা প্রফ এর পরীক্ষা ফী 30 হাজার,ভর্তি ফি 10 হাজার, বই এর জন্য মোট 20 হাজার। পাস করতে বই, কলেজ বেতনসহ মোট 70 থেকে ৮0 হাজার টাকা লাগছে। এর বাইরে খাওয়া খরচ, কাগজ কলম, জামা কাপড় হিসাব ধরা হয় নাই। ইন্টার্নশিপ সময়ে 1 বছর বেতন দেওয়া হয়, মাসে 15 হাজার টাকা করে।


 অনেক non medical person এর জিজ্ঞাসার জন্য লিখলাম।

Comments

Popular posts from this blog

Withdrawal, absence and cancellation of MRCP UK EXAM

MRCP UK, when you get the degree