Posts

Showing posts with the label Asking

এমবিবিএস বাংলাদেশ, খরচ,সময় , বিষয়

 MBBS অনেকেই জিজ্ঞাসা করে এমবিবিএস কোন সাবজেক্ট,কোন বিষয়ে বিশেষজ্ঞ হচ্ছি,কত দিন পড়া,কি কি পড়া লাগে ইত্যাদি। সেগুলা নিয়ে কিছু কথা বলি। এমবিবিএস এ কখন ভর্তি হয়? HSC pass করার পর,সাইন্স থেকে অবশ্যই , এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য সময় মত ফরম পূরণ করতে হয়।এরপর নির্দিষ্ট দিনে সারাদেশে একই প্রশ্নে একই সাথে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মার্ক অনুযায়ী মেডিক্যাল কলেজের সিরিয়াল আসে।অর্থাৎ যার মার্ক বেশি সে উপরের দিকে সিরিয়াল এর মেডিক্যাল এ।এই সিরিয়াল কোন মেডিক্যাল আগে বা পরে এগুলা website e দেওয়া আছে। 2 বার পরীক্ষা দিতে পারে মোট।যে বছর এসএসসি পাস করে সেখান থেকে দ্বিতীয় ও তৃতীয় বছর। এমবিবিএস কোর্সে কত সময় লাগে? 5 বছরের কোর্স, শেষ বছরের শেষ দিকে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।রেজাল্ট দিতে আরো 3 - 4 মাস লাগে। মোট সময় লাগে 5 বছর 3 মাস প্রায়। এরপর 1 বছর ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ শেষ হলে BMDC কর্তৃক দেশে প্রাক্টিস করতে রেজিস্ট্রেসন নম্বর দেওয়া হয়।তখন সে রেজিস্ট্রার্ড ডক্টর। কি কি সাবজেক্ট পড়তে হয়?  এখানে যতগুলো বড় পরীক্ষা হয় সেগুলা প্রফেশনাল এক্সাম,প্রফ বা পেশাগত পরীক্ষা বল...