Infusion or transfusion rate calculation in Bengali
ইনফিউশন বা ট্রান্সফিউশন এর রেট হিসাব।
--------------------------------------------------
ক্লিনিক্যাল প্রাক্টিস এর কিছু ক্ষেত্রে ইনফিউশন বা ট্রান্সফিউশনের রেট হিসাব করে দিতে হয় ডক্টরকেই। যেমন ইন্সুলিন আইভী ইনফিউশন ডায়াবেটিস কিটোএসিডোসিস এর ক্ষেত্রে হিসাব করে দিতে হবে যে কত ড্রপ বা microdrop পার মিনিটে যাবে বা পেডিয়াট্রিক ইনফিউশন কত মাইক্রো ড্রপ পার মিনিটে যাবে এটা হিসাব করতে হয়। হিসাব করার জন্য কিভাবে কাউন্ট করব?? আমরা ড্রপ কাউন্ট করি পার মিনিট হিসেবে অর্থাৎ 1 মিনিটে কতগুলো ড্রপ পরলো। এখন আমাদের যে প্রচলিত গুলো আছে সেগুলো আছে সাধারণত 15 ড্রপ এ 1ml হয়।(কিছু কিছু 20 ড্রপ এ এক ml, হিসাব সুবিধার জন্য 15 কেই উদাহরন দিলাম)। তাহলে আমার যদি amount of fluid in mL কে 15 দিয়ে গুণ করি তাহলে তত ড্রপ হবে সেটুকুতে। 100ml ফ্লুইড যদি হয় সেক্ষেত্রে হবে 15 দিয়ে গুণ করলে 1500 ড্রপ হবে। এরপর সময় হিসাব।সময় হিসাব করা হবে পার মিনিটে। তাহলে টোটাল যে টাইম থাকে এটাকে আমরা মিনিটে কনভার্ট করি। যেমন এক ঘন্টা যদি থাকে সেটাকে মিনিটে কনভার্ট করলে সিক্সটি 60 মিনিট হয়। এখন টোটাল ড্রপ অফ ফ্লুইড কে যদি টোটাল টাইম ইন মিনিট দিয়ে ভাগ করি তাহলে ড্রপস পার মিনিট বেরোবে ।সহজ গাণিতিক সূত্র:
Fluid in mL × 15
Drops/min=---------------------------------
Time in minute(hour ×60)
এভাবে যদি microdrop কাউন্ট করি সেক্ষেত্রে 60 microdrop এ 1mL হয়, অর্থাৎ সেখানে fluid in mL×60 হবে।
উপরের উদাহরন সমাধান(100×15)÷(1 ×60)=25 drops/min
অনেক সহজে মনে রাখার সহজ কৌশল আছে,কিন্তু আমার এভাবে হিসাব করতে সুবিধা হয় ,তাই এটাই অনুসরণ করি।
কিছু তথ্য পেতে পারেন নিচের লিঙ্ক এ
https://www.rcn.org.uk/clinical-topics/safety-in-numbers/flow-rate-and-iv-drugs
By: Dr. Manilal Biswas
SSMC (২০১২-১৩)
Comments
Post a Comment