Injection technique in Bengali
Injection technique and sites
ডক্টরদের নিজেদের সাধারণত কোন ইনজেকশন পুশ করতে হয় না।তবে ইন্টার্ন সময়ে বা নিজের আত্মীয় স্বজনদের জন্য কোন কোন সময় প্রয়োজন হতেই পারে। তাই সংক্ষেপে এটা নিয়ে আলোচনা করব।
⚗️⚗️Preparation of injection site::
70% Alcohol pad দিয়ে ইনজেকশন সাইট এর সেন্টার থেকে rubbing শুরু করতে হবে, circular motion এ এটা করতে হবে,inner to outer site , এরপর dry হলে ইনজেক্ট করতে হবে।
ব্যাথা বিহীন ইনজেকশন এর জন্য:
Stretch skin firmly, Pierce the epidermis quickly
💉💉IM injection:::
Angle : 90°
Site:
1️⃣,,,Deltoid: 1"-2" (1-3 fingerbreath)below the acromion process
Amount 1mL
2️⃣,, Ventrogluteal site: Make a V by keeping palm on greater trochanter and middle finger toward iliac crest with index finger toward anterior superior iliac spine
Amount 3 mL
3️⃣ Vastus lateralis site: lateral middle 3Rd of thigh, pull the muscle before inject
Amount 5 mL
উপর থেকে নিচে নামলে সর্বোচ্চ কত mL inject করতে পারি সেটা 1,3,5 রুল। অর্থাৎ যদি 5 mL inject করতে হয় তাহলে vastus lateralis site use করতে হবে।
💉💉Subcutaneous injection:::
Angle: 90° or 45°
Amount:: 1mL
Pinch the skin before inject
Site: outer aspect of upper thigh,abdomen,upper buttock, outer aspect of upper arm ( not preferred)
Abdomen- 2" away from umbilicus and 1" away from previous injection site. Don't reuse needle. একই নিডল বারবার ব্যাবহার করলে বা একই জায়গায় বারবার ইনজেক্ট করলে lipodystrohy রিস্ক থাকে।
💉💉Intradermal injection ::
Angle::10°-15°
Amount:: 0.1 mL
Site:: anterior aspect of forearm, upper back, upper chest
কিছু ছবি দেওয়া হল যাতে বুঝতে সহজ হয়। আমি বাসায় কোন lV বা IM injection দেবার আগে intradermal injection এর মাধ্যমে hypersensitivity test করেই তারপর দেই। সুতরাং নিজেদের ব্যক্তিজীবনে এটা অত্যন্ত আবশ্যক।
By: Dr. Manilal Biswas
SSMC (২০১২-১৩)
Comments
Post a Comment