MRCP uk part 1 procedure in Bengali
MRCP UK part 1
*Part 1 দেবার জন্য ফাইনাল প্রফ এক্সামিনেশন পাস তারিখ থেকে মিনিমাম 1 বছর গ্যাপ থাকতে হবে। মানে 2018 জনুয়ারি তে পাস ফাইনাল প্রফ পরীক্ষা দিয়েছে ,সে 2019 জনুয়ারী পরবর্তী যেকোন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
* অ্যাপ্লাই করার জন্য শুধু এমবিবিএস সার্টিফিকেট দরকার।এটার ফটোকপি করে সত্যায়িত করতে হয় ।সত্যায়িত ব্রিটিশ কাউন্সিল বা যেকোন mrcp ডিগ্রি ধারী ব্যাক্তি করতে পারে,আরো অনেকে পারে তার পূর্ণ তালিকা ওয়েবসিট এ দেওয়া আছে।তারপর এটার পিডিএফ ফাইল করে email করতে হয়।আর কোন কাগজ বা কিছু দরকার নাই।
* বছরে 3 বার পার্ট 1 হয়। জানুয়ারী, মে, সেপ্টেম্বর মাসে।
*পরীক্ষা 2 টা পেপারে, প্রত্যেকটার একটা করে প্রশ্ন পত্র থাকে,প্রত্যেকটার 100 টা করে মোট 200 প্রশ্ন। প্রত্যেক পেপার 3 ঘন্টা করে, দুই পেপার এর মাঝে 1 থেকে 1.5 ঘন্টা বিরতি। এক্সাম একদিন হয়,সেন্টার ঢাকায় আছে।এক্সাম সাধারণত দুপুর 1 টা বা 2 টায় শুরু হয়।
* এক্সাম এর দিন আইডেন্টিটি কার্ড নিতে হয়,যেমন পাসপোর্ট বা এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।আরো অনেক কিছু আইডি কার্ড হিসেবে ব্যাবহার করা যাবে । ওয়েবসাইট এ লিস্ট দেওয়া আছে।
* এক্সাম এর দিন পেন্সিল দিয়ে উত্তর দিতে হয়,উত্তর ভুল হলে মুছে ফেলা যায়। পেন্সিল , রাবার,কাটার ওরাই সাপ্লাই দিবে। নিজের জন্য খাবার, পানি নিয়ে যাওয়া উচিত।এগুলা দিবে না।আর দীর্ঘ সময় পরীক্ষায় ক্ষুধা লাগতে পারে।
কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কবে অ্যাপ্লাই করতে হবে এগুলা নিয়ে আগে পোস্ট দিয়েছিলাম একটা। নিচের ঠিকানায় গিয়ে my mrcp option , এ একাউন্ট খুলতে পারেন। তাহলে আপডেট পাবেন। এটা এক্সাম দেবার 3 ,4 মাস আগে খুললেই হয়। জরুরী কিছু না। তবে এক্সাম দিলে সব কিছু এই একাউন্ট থেকে পরিচালিত হবে।
https://www.mrcpuk.org/
*
Comments
Post a Comment