NG tube feeding in Bengali
NG tube feeding বাস্তব জীবনে অনেক দরকারি একটা বিষয়। প্রায়ই রোগীর জন্য NG feeding suggest করতে হয়। বাস্তব জীবনে দরকারি এরকম কিছু নিয়ে আলোচনা করব।
❓NG feeding কি?
➡️এটা একধরনের enteral feeding, অর্থাৎ এখানে নিউট্রিশন এর জন্য GIT system use করি।
❓কি কি ধরনের enteral feeding আছে?
➡️Enteral feeding Types:
🐎Short term: <<4 weeks
1. Nasogastric feeding
2 orogastric feeding
3 Naso jejunal feeding
🦒Long term:
1. Percutaneous endoscopic gastrostomy
2. Surgically placed gastrostomy etc
❓কোন ধরনের রোগীকে এ ধরনের feeding করানো হয়?
1️⃣Swallowing disorders (i.e. motor neurone disease, multiple sclerosis) 2️⃣ Stroke or head injury 3️⃣Head and neck cancer (e.g. due to side effects of chemo/radiotherapy) 4️⃣ GI dysfunction or malabsorption Upper GI obstructions 5️⃣Cystic fibrosis 6️⃣ Psychiatric disease e.g. anorexia nervosa, severe depression
🚼Feeding এর কি কি পদ্ধতি আছে?
🔹Infusion, 🔹continuous, 🔹intermittent, 🔹bolus feeding
আমরা ward এ যেটা সাধারণত প্রাক্টিস করি সেটা bolus feeding
ℹ️NG feeding টিউব আমরা বেশি ব্যাবহার করি। এক্ষেত্রে একটি টিউব নাকের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে stomach পর্যন্ত রাখা হয়।এই টিউব এর মাধ্যমে খাবার দেই। মুখে খাবার ওষুধ যেগুলা syrup , suspension অথবা ক্রাশ করে টিউব এর মাধ্যমে দেয়া যাবে এরকম formulation drug দেওয়া যায়।
❗কোন ধরনের NG tube ব্যাবহার করব?
🔉Fine bore feeding tube, French gauge 5 to 8, সাধারণত 4 সপ্তাহ এর বেশি ইউজ করা উচিত নয়। বেশিদিন দরকার হলে টিউব চেঞ্জ করে অন্য নাকে দিতে হবে। যেসব টিউব দীর্ঘ দিন ব্যাবহার করা যায় সেগুলা ইউজ করতে হবে যেমন polyurethane,silicone tube. PVC tube সাধারণত 1 থেকে দেড় সপ্তাহ ব্যাবহার করা যায়।তাই দীর্ঘদিন ব্যাবহার avoid করাই ভালো।
❓Bolus feeding কিভাবে দিব?
🍶100mls to 300mls of feed 10- 30minutes সময় নিয়ে দিতে হবে এবং দিনে 4-6 বার।এটা নির্ভর করে রোগীকে কোন ধরনের খাবার দিচ্ছে তার উপর।
❓কি কি খাবার দেওয়া যায়?
❓❓খাবার পরিমাণ কিভাবে হিসেব করব?
➡️এটা প্রত্যেকের জন্য আলাদা হিসাব। ডায়েটেশান দ্বারা সম্ভব হলে হিসেব করতে হবে।
If no advice is available, 30 ml/kg/day of standard 1kcal/ml feed is often appropriate.Very undernourished patients should start at rates of ,10 kcal/kg/day to prevent refeeding syndrome.বাজারে বিভিন্ন ধরনের ফর্মুলা feeding পাওয়া যায়,বিভিন্ন ক্যালোরি হিসেবে। সেগুলো ইউজ করা যায়।
❓Bolus feeding এর জন্য কি কি দরকার?
🔹Prescribed feed (at room temperature) 🔹 50 ml syringe 🔹 Alcohol wipes 🔹 Tap water (or sterile water for jejunual feeding or immunocompromised patients) 🔹 Gloves and apron 🔹 Clean jug
✅ফিডিং নিয়ম:⚙️⏩⏩
🧴Wash hand
🧑🦼রোগীকে upper part of body মিনিমাম 30° পজিশন এ বসান।
💉Flush the tube with 30-50 mL tap water by using 50cc syringe
🔒Tube clamp করুন
🔧সিরিঞ্জ এর plunger খুলে tube এর সাথে যুক্ত করুন
⏳খাবার সিরিঞ্জ এ ঢালুন
🔓Clamp খুলে দিন
⌛খাবার সিরিঞ্জ দিয়ে গ্রাভিটি ফোর্স এ যাবে।সিরিঞ্জ খালি হবার আগে বাকি খাবার add করুন।কখনো plunger দিয়ে forcefully খাবার খাওয়ানো যাবে না।
💉খাবার শেষ হলে আবার টিউব flush করুন
🔧টিউব এর মুখ বন্ধ করে রাখুন।
🧸খাবার পরে রোগীকে 30°- 45° পজিশন এ কমপক্ষে 1 ঘন্টা রাখুন। কোন অবস্থাতেই flat হয়ে শুয়ে পড়তে পারবে না এসময়।
🛠️টিউব এর যত্ন নিব কিভাবে?
Infection control & prevention এর জন্য
1. Wash hand
2 flush the tube with 30 mL tap water
•every 4 to 6 hours during the day
• before and after feeding
• before and after drug administration.
নিয়মিত টিউব stomach এর মধ্যে আছে কিনা চেক করতে হবে। কারণ টিউব easily displaced হতে পারে। রোগীর কাশি হলে বা বমি হলে অবশ্যই চেক করতে হবে টিউব ঠিক মত জায়গায় আছে কিনা,কারণ এরপর সহজেই displaced হয়ে যায়।
🤔টিউব এর জন্য কি কি সমস্যা হতে পারে?
🥺Displaced হতে পারে,সেখান থেকে aspiration pneumonia হতে পারে।
🥺টিউব ব্লক হতে পারে, nasal mucosa irritation , ulceration হতে পারে ইত্যাদি।
🤔টিউব ব্লক হলে কি কি করব?
🥛soda water or pancreatic enzymes use করব এটা coagulated proteinbreak down করবে। Acidic fizzy drinks,such as cola, can coagulate protein in the tube and exacerbate the problem, এসব কারণে এগুলা recommended না।
🚫কখন feeding বন্ধ করা যাবে?
☑️ রোগীর speech,swallowing,bulbar function etc স্বাভাবিক হলে তখন অল্প অল্প liquid diet শুরু করব।যদি কোন সমস্যা না হয় তাহলে পরিমাণ বাড়াতে থাকব।যখন patient recovered swallowing, gastrointestinal, or general function to a level that permits an adequate oral intake তখন টিউব ফিডিং বন্ধ করা যাবে।
এটা সম্পূর্ণ একটি অ্যাকাডেমিক আলোচনা,কোন চিকিৎসা প্রটোকল নয়। চিকিৎসার জন্য রেফারেন্স বই বা গাইডলাইন অনুসরন করুন।
তথ্যসূত্র: https://www.meht.nhs.uk/EasysiteWeb/getresource.axd?AssetID=18962&type=full&servicetype=Attachment
https://gut.bmj.com/content/52/suppl_7/vii1
By: Dr. Manilal Biswas
SSMC (২০১২-১৩)
Comments
Post a Comment