Post LP headache in Bengali
#Post_lumbar_puncture_headache
➡ একটি কমন প্রচলিত ধারণা দিয়েই শুরু করি। আগে ধারণা করা হতো Post LP headache তে ফ্লুইড দিলে CSF production বাড়াবে আর headache কমবে।বর্তমানে এই ধারণার প্রমাণ নেই। তথ্যসূত্র নিচে।।
➡ #Definition of post LP headache: bilateral headache যেটা LP করার 7 দিনের মধ্যে শুরু ও 14 দিনের মধ্যে শেষ হবে,15 মিনিট upright position maintain করলে বেড়ে যাবে আর 30 মিনিট শুয়ে থাকলে তীব্রতা কমবে।
➡#Criteria of pain dull or throbbing in nature, starts in occipital or frontal region then become generalized, ব্যাথাটা ঘাড়ে কাধে যেতে পারে, মাথা নাড়াচাড়া করলে বাড়ে, যেসব কাজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ায় যেমন কাশি, হাঁচি,চোখে চাপ দেওয়া এতে ব্যাথা বাড়ে। এর সাথে বমি ভাব, মাথা ঘুরায়, ঝিনঝিন করে,চোখে ঝাপসা দেখা,কোমর ব্যাথা ইত্যাদি থাকতে পারে।
➡#Diagnosis: clinical
➡#Pathophysiology: unknown, ধারণা করা হয় csf কমে যাওয়া, epidural pain receptor stretching একটা কারণ।
➡যেসব ফ্যাক্টর ব্যাথার সাথে জড়িত: সুই (নিডল) সাইজ ছোট,bevel অংশ dura এর সমান্তরাল,atraumatic or non cutting needle, stylet replacement ইত্যাদি post LP headache কম করে।
➡কোন কোন ফ্যাক্টর এর ভূমিকা নাই:
✔Amount of CSF removed 😳
✔prolong bed rest
✔ improving hydration by increased fluid 🤔🤔
✔LP করার সময় রোগীর পজিশন🤔
➡ কাদের বেশি বা কম হয়:
✔✔ 18 -30 বছর বয়সে , কম ওজনের মানুষের ,গর্ভবতী এদের বেশি হয়।
✔✔বৃদ্ধ ,spinal or epidural anesthesia যারা নেন তাদের কম হয়।
🚩🚩যদি LP করার সাথে সাথেই ব্যাথা শুরু হয় তাহলে raised ICP ba brain herniation সম্পর্কে চিন্তা করতে হবে।
➡#Treatment :
✔রোগী যে পজিশন এ স্বাচ্ছন্দ্য বোধ করে,সাধারণত supine position,
✔ supporting management like hydration,simple analgesic, opioids, antiemetic etcz
✔যদি ব্যাথা শুরুর 72 ঘণ্টার মধ্যে উন্নতি না হয় তাহলে specific management like blood patch, epidural saline, epidural dextran 40 ,surgical closure of dural gap etc.
🚩🚩এবার আলোচিত myth এর উত্তর
Hydration: Initially, increased hydration was recommended as a way of replacing fluids to produce more CSF. However, several studies have shown that increased fluid intake has no effect on CSF production and this hypothesis has been discarded.(Fearon W. Post‐lumbar puncture headache. P&S Medical Review 1993)
➡#Source :তথ্য সমুহ oxford handbook of clinical medicine 10th Ed এবং নিচের website থেকে নেওয়া
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2660496/
By: Dr. Manilal Biswas
SSMC (2012-2013)
Comments
Post a Comment